Pages

ছড়ার ছন্দে : মনের সাধ : জয়শ্রী দাস



টাপুর টুপুর বৃষ্টি দুপুর
মিষ্টি হাওয়ার সনে,
গুনগুনিয়ে মনের কথা
বলছে কানে কানে।

ছুটির দুপুর ভারী মজা
এক মনে চেয়ে রই,
মা বলল, "এই ফাঁকিবাজ
হচ্ছে পড়া কই?"

বেজার মুখে যেই না আবার
করছি শুরু পড়া
গাছের ডালে পাখির ডাক
মনকে দিল নাড়া।

কী সুন্দর দেখতে ওদের!
চলছে মেলে ডানা,
আমিও যদি হতাম পাখি
করতো না কেউ মানা।

যখন তখন ইচ্ছে মতন
হেথাহোথা পাড়ি,
বদ্ধ খাঁচায় না আটকে
মন সুদূর প্রসারী।


অলঙ্করণ : আবির

1 comment: