Pages

গোলকধাঁধা




ক. বলো দেখি :

তেলে ভাজা, ভারী মজা
উপাদেয় খাদ্য
জিভে জল আটকাবে
আছে কার সাধ্য!

চুলকোবে গলাখানি,
যদি কাটো লেজটা
মাথা যদি কাটো তবে
জেলে যাবে শেষটা।


খ. ওলটপালট : 
নিচের চারটি শব্দের বর্ণগুলো উল্টেপাল্টে গেছে। সেগুলোকে সাজিয়ে নিয়ে অর্থপূর্ণ শব্দ বানাতে পারবে?

(১) টি কা মা দা
(২) সা জ র ল ঘ
(৩) ছ লা গা পা
(৪) ত রা প্রা শ


গ. বলো দেখি!

শীতকালের সব্জি
বড় বড় পাতা,
গোল তবু চেহারায়
সবুজ রঙের গা টা।

গোড়ায় যদি আটকে রাখো
শেষে বাঁদর হবে,
মাছের মুড়োয় স্বাদটা খোলে
বলো দেখি কী তবে?


ঘ. দুই ছবিতে তফাৎ খোঁজো :

নিচের দুটি ছবির মধ্যে রয়েছে প্রায় দশটি অমিল । খুঁজে বের করো দেখি কী কী অমিল পাও :





(ছবি : সুকান্ত মণ্ডল)


উত্তর পাঠাও মেইল করে , blog.kromosho@gmail.com আইডি তে। 

 সঠিক উত্তরদাতাদের নাম প্রকাশিত হবে পরের সংখ্যায় । ধাঁধার উত্তরও থাকবে পরের সংখ্যায় ।

1 comment:

  1. বেশ ভালো লাগে যখনই এই বিভাগটি পড়ি। 😊

    ReplyDelete