Pages

ছড়ার ছন্দে : শীত এসেছে : স্বপনকুমার বিজলী



ঝরছে পাতা চারিদিকে
গাঁয়ের নানা গাছে,
চড়ুই শালিক করছে খেলা
পাকা ধানের কাছে।

লাঠি হাতে ঠাম্মি ঘোরে
গায়ে চাদর মুড়ে,
মায়ের হাতের পিঠে পুলি
খাচ্ছি নলেন গুড়ে।

মাংকি টুপি সোয়েটারে
উঠছি তবু কেঁপে,
সন্ধে হলে পড়ার পরে
ঢুকে পড়ি লেপে।

নিউইয়ার আর কেক বড়দিন
কমলা লেবু পেয়ে,
শীত আসে যেই মনটা ওঠে
খুশিতে গান গেয়ে ।



অলঙ্করণ : আবির

No comments:

Post a Comment