Pages

ছড়ার ছন্দে : পাহাড়তলির শীত : তরণী পাত্র


জানলাখানা যেই খুলেছি পাহাড় দেখি দূরে,


সেখান থেকে হিমেল বাতাস আসছে যে ফুরফুরে। 


পাহাড় যেন হাত বাড়িয়ে আকাশ চেঁছে নিয়ে,

ঝালর বোনে কুয়াশার ঐ মিহি সুতো দিয়ে।


তারই কিছু দেয় ছড়িয়ে পাহাড়তলির মাঠে,

যেথায় শীতের আমেজ মেখে মজুরে ধান কাটে। 


যে ছেলেটা চরায় গরু, থাকে বাগদি পাড়া,

হাতে যে তার বাঁশের বাঁশি, করেনি কাছছাড়া। 


ফুঁ দেয় সে আপন মনে, বাজে করুণ সুর

পেরিয়ে পাহাড়, আকাশ ছুঁয়ে, যায় যে বহুদূর।


গাছের পাতা দুলতে ভোলে, বাতাস যে যায় থেমে 

পাহাড় থেকে ঝরঝরিয়ে, ঝরনা আসে নেমে।



অলঙ্করণ : সুকান্ত মণ্ডল

No comments:

Post a Comment