Pages

ছড়ার ছন্দে : ছুটির লড়াই : সুজাতা চ্যাটার্জী




সকলকে ডেকে বলে গরমের ছুটি,
“এরকম ছুটি আর নেই জেনো দুটি।
মোর পানে চেয়ে থাকে যত ছেলে-মেয়ে,
সুখেতে কাটে যে দিন, আম লিচু খেয়ে”।

সেই শুনে একজন হাসে দুলে দুলে,
বলে, “ওরে মোর কথা গেলি বুঝি ভুলে?
ঢাকেতে পড়লে কাঠি, মোর আগমন,
সকলের কাছে তাই আমি প্রিয়জন”।

শীতের ছুটিটি বলে, “ওরে তোরা থাম!
পুজোতে বৃষ্টি ঝরে, গরমেতে ঘাম।
তাইতো আমার পানে চেয়ে থাকে সবে,
ঘোরাঘুরি, পিকনিক, শীতেতেই হবে”।

সেই শুনে ছোট ছোট ছুটি ছিল যত,
হা হা রবে ছুটে আসে ডাকাতের মত।
“জেনে রেখো, বছরের শুরুতেই সবে,
খুঁজে খুঁজে দেখে মোরা আছি কবে কবে”।

গোলমাল শুনে এতো, বলে এসে খোকা,
“তোমরা সকলে দেখি একেবারে বোকা!
তোমরা বছরে আস মোটে একবার,
একবার চলে গেলে, আসো না তো আর।
তার চেয়ে ঢের ভাল আছে একজন,
ছোট-বড় সকলের ছুঁয়ে আছে মন।
সকলেই বসে থাকি পথ চেয়ে তার,
সাত দিন পর পর আসে রবিবার”।।

অলঙ্করণ : সুস্মিতা কুণ্ডু

No comments:

Post a Comment