Pages

গোলকধাঁধা







ক. ওলটপালট :

নিচের চারটি শব্দের বর্ণগুলো উল্টেপাল্টে গেছে। সেগুলোকে সাজিয়ে নিয়ে অর্থপূর্ণ শব্দ বানাতে পারবে?


১) তা ন বা য়
২) অ স ম ল তা
৩) ছ ল বি জ
৪) খা দ না য়ে ক
৫) ক ম ব ল

খ. ছড়ায় ধাঁধা

১)
পেট কেটে ধরো যদি 
গল্পটা বলো,
মাথা যদি কাটো তবে
টাকাকড়ি ফেলো,
পুরোটাই ধরো যদি
ঝপ করে বসে,
বইখাতা খুলে নাও
লেখো পড়ো কষে। 

২) 

দরজায় নাড়া দিয়ে, ঘরে কেউ আছো কি?
উনুনেতে চাপিয়ে, আজকের মেনু কী?
পায়ে যদি পড়ে তবে লাগে বড় ব্যথা যে,
কান ধরে পড়ালে মাস্টার সে কেমন হে?


গ. ছবির দশটা তফাৎ খোঁজো:





***********************************



উত্তর :


ক. ওলটপালট 

১) বাতায়ন 
২) অমলতাস 
৩) জলছবি
৪) কয়েদখানা
৫) বকলম


খ. ছড়ায় ধাঁধা

১)টেবিল 
২) কড়া


গ. ছবির তফাৎ খোঁজো

১) চুলের ব্যাণ্ড 
২) চোখের তারা
৩)হাতের চুড়ি আর আংটি
৪) বইয়ের মলাট
৫)ময়ূরের মাথার ঝুঁটির সংখ্যা
৬) ফুলদানির তলার রঙ
৭)ফুল আর পাতার সংখ্যা
৮)মেঝের ডিজাইন
৯)টেবিলের একটা পায়া গায়েব
১০)মেয়েটির পিঠের দিকের ওড়না

No comments:

Post a Comment