কয়লা মেঘের আকাশ দিয়ে
রাত গড়িয়ে সকাল-দুপুর
একটানা জল ঝরছিলো কাল
টিপ টিপ টিপ টাপুর টুপুর ।
কোথায় গেল সেই কালো মেঘ
এক নিমেষে নিরুদ্দেশে
আজ দেখি ফিন দুধ-সাদা মেঘ
নীল আকাশে যাচ্ছে ভেসে ।
ভাসতে ভাসতে মেঘটা আবার
দিচ্ছে খানিক জল ঝরিয়ে
পরক্ষণেই মেঘ ছিঁড়ে রোদ
দিচ্ছে সোনার-রঙ ছড়িয়ে ।
মাঠের আলে হাওয়ার তালে
দুলছে সফেদ কাশের মাথা
দোল দোলাদোল খাচ্ছে হাওয়ায়
সবজে বরন ধানের পাতা ।
দুষ্টু ছেলে তুলছে ঝিলে
সাঁতার দিয়ে শালুক ডাঁটি
দুর্গা মাকে গড়ছে পোটো
দুম ধড়া ধড় মাখ্ছে মাটি ।
ঢ্যামকুড়াকুড় ঢাকের আওয়াজ
হাওয়ার ঢেউয়ে আসছে ধেয়ে
ফুল সাজিয়ে শিউলিতলায়
আঁকছে শরৎ মিষ্টি মেয়ে ॥
অলঙ্করণ : আবির
No comments:
Post a Comment