Pages

গোলকধাঁধা





ক. ওলটপালট :

নিচের পাঁচটি শব্দের বর্ণগুলো উল্টেপাল্টে গেছে। সেগুলোকে সাজিয়ে নিয়ে অর্থপূর্ণ শব্দ বানাতে পারবে?

তা ন হু শ

ধা র সু ক

শ ত য হা

জ স র সি

রা বা পা র


খ. অর্থ জানো কি? 

১. দ্বিরদ, বারন, কুঞ্জর, দ্রুমারী, ইরম্মদ - এগুলো কীসের সমার্থক শব্দ?

২. জীমূত, তায়দ, বলাহক- এগুলো কীসের সমার্থক শব্দ?

৩. পুণ্ডরীক, কুবলয়, ইন্দীবর, কহ্লার- এগুলো কীসের সমার্থক শব্দ?

৪. পতত্রী, খগ, দ্বিজ, শকুন্ত- এগুলো কীসের সমার্থক শব্দ?



গ. ছড়ায় ধাঁধা :

১.

প্রথম অক্ষর বাদ দিলে ‘পরে
ধনুকে লাগাও তাকে,
শেষের অক্ষর বাদটি দিলে
সবার মাথায় থাকে।
আমিও থাকি ঘাড়ের ওপর
শোভা বাড়াই যাঁর,
মা দুর্গার পায়ের তলায়
স্থানটি শুধু তাঁর।


২.
দুষ্টু আমি পাজি অতি
কেউ ঘেঁষবে নাকো কাছে,
গলায় আমার নেইকো তবু
নামের শেষে আছে।
নামের মাঝে যদিও আমার
‘ভালো’ বসত করে,
তবুও আমি মন্দ কাজই
করছি যে প্রাণভরে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

উত্তর :

ক. ওলটপালট :

১. হুতাশন
২. সুধাকর
৩. হাতযশ
৪. সরসিজ
৫. পারাবার

খ. অর্থ জানো কি? 

১. হাতি
২. মেঘ
৩. পদ্ম
৪. পাখি

গ. ছড়ায় ধাঁধা :

১. কেশর
২. অসুর

No comments:

Post a Comment