Pages

ছড়ার ছন্দে : ক্ষেন্তিপিসির ফুটবলজ্ঞান : সুস্মিতা কুণ্ডু





বিশ্বকাপের মরশুমেতে
সবার নজর মাঠে,
ফুটবল ম্যাচ হচ্ছে শতেক
পাড়ার রাস্তা ঘাটে।

রোনাল্ডো আর মেসির ছবি
চারদিকেতে ছায়,
নীল-সাদা আর হলদে-সবুজ
উড়ছে ছাদের গায়ে।

ওপাড়ার ওই পল্টু বিশু
বলে কষায় কিক্,
সাঁই করে বল যায় যে কোথায়
নেই কোনও তার ঠিক।

ছাদের ওপর আচার শুকোয়
পাড়ার ক্ষেন্তিপিসি,
বলের ঘায়ে পড়ল ভেঙে
কাঁচের বয়াম শিশি।

ক্ষেন্তিপিসি রেগেই আগুন
চেঁচিয়ে বলে “কে রে?”
“ভাঙল আমার শিশি বোতল
পাজি ছুঁচো ধেড়ে।”

“এতই যদি ফুটবল ফ্যান
শুধোই কত বুঝিস,
ডিফেন্স অফেন্স আর ড্রিবলিং
বল তো সে কী জিনিস?”

“মিডফিল্ড আর উইং পজিশন
মাথায় দেয় না খায়?
বলতে যদি পারিস তবেই
বলটি ছোঁয়াস পায়ে!”

পিসির জ্ঞানের বহর দেখে
তালা সবার মুখে,
হাঁ করে সব দাঁড়িয়ে থাকে,
পায়ে সেলাম ঠুকে।

ক্ষেন্তিপিসি আঁচল গুঁজে
কোমর বেঁধে নামে,
লাগায় জোরে একটি লাথি
বল ছোটে, না থামে।

“রেড কার্ড এই দেখিয়ে দিলুম
ছুঁড়বি যদি বল,
এক রদ্দায় রাশিয়া যাবি,
অলপ্পেয়ের দল!”

(সমাপ্ত)

অলঙ্করণঃ সুস্মিতা কুণ্ডু


7 comments:

  1. অসাধারণ �������� এই রকম ক্ষেন্তিপিসিদের যদি ক্লাবের ফুটবলের কর্মকর্তা বানানো যায়, শিল্ড ছাড়াও আচার- আমসত্ত্ব জুটবে পুরস্কারে। ��

    ReplyDelete
  2. সলিড পিসি একদম ☺️

    ReplyDelete
  3. দারুণ দারুণ, কোনো কথা হবে না

    ReplyDelete
  4. মনভোলানো ছড়া..

    ReplyDelete
  5. ফাটাফাটি। পিসি যুগ যুগ জিও।

    ReplyDelete
  6. খুব ভালো। বানান ভুল কেন?

    ReplyDelete