কুসুম কুসুম ভোরে,
ডানায় আলোর কলকা এঁকে
মোহনচূড়া ওড়ে।
রোদের বেলা নামে,
খিড়কি সদর বেড়িয়ে এসে
বৌ কথা কও থামে।
দুপুর ঘুমের কালে,
আকাশ ছুঁয়ে বসল এসে
বাজপাখি মগডালে।
কনে দেখার আলোয়,
চই চই ওই হাঁসখুকুরা
ফিরল ভালোয় ভালোয়।
সন্ধ্যে নেমে আসে,
তুলসী তলার পিদিম দেখে
লক্ষ্মী প্যাঁচা হাসে।
অলঙ্করণঃ সুস্মিতা কুণ্ডু
ছড়া আর ছবি দুটোই খুব মিষ্টি। ☺️
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ :)
Deleteবাহ বাহ
ReplyDeleteআরে! তুমি তো আগেই দেখেছ! লাব্বিউউউ :)
Deleteদারুন! জব্বর! বেড়ে!!
ReplyDelete:) থ্যাঙ্কিউ
Deleteআহা আহা
ReplyDeleteকি মিষ্টি ছড়া, খুব ভালো।
ReplyDeleteমিষ্টি ছড়া পড়ে মন ভাল হয়ে গেল ।💝
ReplyDeleteএক যে আছে সই-
ReplyDeleteগল্প লেখে অল্প কথায়,
ছড়ায় ফোটে খই।
কচি-মনের ছোট্ট বাসায়
যায় সে চলে সহজ ভাষায়,
তুলনা তার কই?