Pages

আগস্ট সংখ্যার ক্যুইজ ও ধাঁধার উত্তর


ক্যুইজের উত্তর :


১. নাথানিয়া জন আর ঋষি তেজ হলো ভারতের প্রথম ফিফা অফিসিয়াল ম্যাচ বল ক্যারিয়ার

২. ভারতের জাতীয় পতাকা

৩. এগুলোর প্রতিটির জন্য পশ্চিমবঙ্গ জিওগ্রাফিকাল ইণ্ডিকেশন (GI) ট্যাগ পেয়েছে।

৪. Sudha Car Museum, হাতে তৈরি বিভিন্ন আকৃতির গাড়ির মিউজিয়াম। হায়দ্রাবাদে অবস্থিত এই মিউজিয়ামের প্রতিষ্ঠাতা তথা গাড়িগুলির কারিগর হলেন K. Sudhakar.

৫. অভিজিৎ চক্রবর্তী

৬. Indian Sign Language Dictionary

৭. কূর্ম

৮. স্বামীনাথন

৯. নীল বিদ্রোহ

১০. জামশেদজী নুসেরওয়ানজী টাটা

১১. রাজস্থান

১২. বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান

১৩. The Man who knew Infinity

১৪. সুদর্শন পট্টনায়েক

১৫. সিকিমের কুপুপ লেকের কাছে অবস্থিত Yak Golf Course.


প্রশ্নগুলি দেখতে ক্লিক করো নিচের লিঙ্কে :
https://kromoshokisholoy.blogspot.com/2018/08/blog-post.html?m=0



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ধাঁধার উত্তর :


বলো দেখি :
ক)

তেলে ভাজা, ভারী মজা
উপাদেয় খাদ্য
জিভে জল আটকাবে
আছে কার সাধ্য!

চুলকোবে গলাখানি,
যদি কাটো লেজটা
মাথা যদি কাটো তবে
জেলে যাবে শেষটা।

উত্তর: কচুরি

খ. ওলটপালট : 
নিচের চারটি শব্দের বর্ণগুলো উল্টেপাল্টে গেছে। সেগুলোকে সাজিয়ে নিয়ে অর্থপূর্ণ শব্দ বানাতে পারবে?

(১) টি কা মা দা : কাদামাটি

(২) সা জ র ল ঘ : জলসাঘর

(৩) ছ লা গা পা : গাছপালা

(৪) ত রা প্রা শ : প্রাতরাশ



গ. বলো দেখি!

শীতকালের সব্জি
বড় বড় পাতা,
গোল তবু চেহারায়
সবুজ রঙের গা টা।

গোড়ায় যদি আটকে রাখো
শেষে বাঁদর হবে,
মাছের মুড়োয় স্বাদটা খোলে
বলো দেখি কী তবে?

উত্তর: বাঁধাকপি

ঘ. দুই ছবিতে তফাৎ খোঁজো :

নিচের দুটি ছবির মধ্যে রয়েছে প্রায় দশটি অমিল । খুঁজে বের করো দেখি কী কী অমিল পাও :





(ছবি : সুকান্ত মণ্ডল)

উত্তর: 

১. ডানদিকের পাখির সংখ্যা
২. মেয়েটির চুলের ব্যান্ড
৩. ছেলেটির জামার হাতা
৪.গাছের গায়ের লতায় ফুলের ছবি।
৫. বাঁদিকে পাখির গলায় ব্যান্ড
৬.মেয়েটির হাতের চুড়ি
৭. গাছের গোড়ায় ঘাস
৮.গাছের বাঁদিকের আর ডানদিকের ডালে ফুল
৯. গাছের বাঁদিকের ডালে কোটর

১০. মেয়েটির পায়ের পেছনে শুকনো ডাল পড়ে আছে। 

1 comment:

  1. উত্তরগুলো পেলাম অবশেষে।

    ReplyDelete