ক্যুইজ : ভারতের কথা : ধূপছায়া



প্রশ্ন :
১. নাথানিয়া জন আর ঋষি তেজ, এই দুজন ছোট্ট ছেলেমেয়ের নাম আমরা সম্প্রতি শুনেছি। বিশ্ব ফুটবল এবং ভারতকে এরা এক সূত্রে বেঁধেছে। এরা কারা?


২. ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড দ্বারা নির্মিত IS কোড অনুযায়ী IS - 1 কোডটিতে কোন বিশেষ জিনিসের বর্ণনা দেওয়া আছে?


৩. ছৌ নাচের মুখোশ, বালুচরী শাড়ি, গোবিন্দভোগ চাল, জয়নগরের মোয়া --- পশ্চিমবঙ্গে উৎপন্ন এই চারটে সম্পদের মধ্যে মিল কোথায়?


৪.

ওপরের ছবির দ্রষ্টব্যগুলি দেখতে পাওয়া যায় একটি বিশেষ মিউজিয়ামে গেলে, লিমকা বুক অফ রেকর্ডস, রিপ্লিজ বিলিভ ইট অর নট-এ মিউজিয়ামটির নাম অন্তর্ভুক্ত রয়েছে, মিউজিয়ামের প্রতিষ্ঠাতা নিজেও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী, একটি বিশেষ যানের নির্মাতা হিসেবে। বলো তো হায়দ্রাবাদে অবস্থিত এই মিউজিয়ামটির অভিনবত্ব কী?


৫. সাব-স্যাটার্ন, কিংবা সুপার-নেপচুন, অর্থাৎ শনির চেয়ে ছোট কিন্তু নেপচুনের চেয়ে বড় একটি এক্সোপ্ল্যানেটের (সৌরজগতের বাইরে থাকা গ্রহ) খোঁজ সম্প্রতি পেয়েছেন ইসরোর অধীনস্থ আমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির গবেষকরা। এঁদের নেতৃত্বে রয়েছেন এক বাঙালী বিজ্ঞানী। কি নাম তাঁর?


৬. এই বছরের মার্চ মাসে কেন্দ্রীয় সমাজকল্যাণ মন্ত্রী শ্রী থাওয়ারচাঁদ গেহ্লটের (Thawaarchand Gehlot) হাত দিয়ে প্রকাশিত হলো একটি বিশেষ ধরনের অভিধান। এতে রয়েছে ৩০০০ শব্দের অর্থ। প্রিন্ট ও ভিডিও, দুটি ফর্ম্যাটেই পাওয়া যাচ্ছে এটি। বলতে পারবে কী বিশেষত্ব এই অভিধানটির?


৭.

ভারতীয় পুরাণ অনুযায়ী, সমুদ্রমন্থনের সময় বিষ্ণু কোন্ অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন? উপরের ছবিতে লুকিয়ে রয়েছে সূত্র।


৮. মণি, রাজম, সোমু, শঙ্কর, স্যামুয়েল -- মালগুডির অ্যালবার্ট মিশন স্কুলের এই ছাত্রদের বিখ্যাত বন্ধুটির নাম বলতে পারবে?


৯. বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাসের নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত?


১০. ১৮৭৭ সালে নাগপুরে প্রতিষ্ঠিত এম্প্রেস মিলস এবং ১৯০৩ সালে বম্বেতে প্রতিষ্ঠিত তাজ মহল হোটেলের সঙ্গে কোন্ বিখ্যাত ব্যক্তিত্বের নাম জড়িত?


১১. কালবেলিয়া (Kalbeliya) লোকনৃত্য ভারতের কোন্ রাজ্যের জনজাতির একটি জনপ্রিয় নৃত্যশৈলী?


১২. মণিপুরের কেইবুল লামজাও ন্যাশনাল পার্কের বিশেষত্ব কী?


১৩.
কোন্ ছায়াছবির পোস্টার এটি ?


১৪. নিচের ছবিতে ভাস্কর্যটির সঙ্গে যাঁর ছবি রয়েছে তিনি কে ?



১৫. বিশ্বের সর্বোচ্চ গলফ কোর্স (১৩০২৫ ফিট) ভারতের কোথায় অবস্থিত ?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


রইলো ক্রমশঃ কিশলয়ের 'ভারত স্পেশাল' ক্যুইজের পনেরোখানা প্রশ্ন। উত্তর লিখে পাঠিয়ে দাও আমাদের ইমেইল আইডি blog.kromosho@gmail.com এ ।

সঠিক উত্তরদাতাদের নাম প্রকাশিত হবে পরের সংখ্যায়, সেইসঙ্গে থাকবে এবারের প্রশ্নের উত্তরও ।
তবে আর দেরি কেন ? তাড়াতাড়ি মেইল করো বন্ধুরা, অপেক্ষায় রইলাম ।


ছবি : উইকিপিডিয়া

1 comment:

  1. এই বিভাগটি সব থেকে ভালো।

    ReplyDelete