Pages

ছড়ার ছন্দে : আজ ছুটি : শঙ্কর কুমার চক্রবর্ত্তী






ভোর হলো খোকা-খুকু ঘুমিও না আর

চেয়ে দেখো বাইরে ফুলের বাহার

কত পাখি গাছে-গাছে গায় বসে গান

হাওয়া এসে দোল দেয় মাঠে পাকা ধান।


বাইরে তাকিয়ে দেখো সোনা রোদ হাসে

ওই দেখো আকাশেতে মেঘ উড়ে আসে

ওরা যাবে দূর দেশে এই বারে ছুটি

রোদ মেখে উড়ে আসে টিয়া পাখি দুটি।


হাত-মুখ ধুয়ে করো আজকের পড়া

কত ভালো-ভালো লেখা গল্প ও ছড়া

বেলা বাড়ে মা'র তাই ব্যস্ততা খুব

তোমরাও বই খুলে তাই দাও ডুব।


পড়া শেষে এসে দেখো প্রজাপতি কত

গাছে-গাছে ফুটে আছে ফুল শত-শত

আজকের দিন ক'তো খুশি লুটোপুটি

আনন্দে ভাসো আজ রোববার ছুটি!!

(সমাপ্ত)


অলঙ্করণ : সুকান্ত মণ্ডল

1 comment: