Pages

ছড়ার ছন্দে : ঝগড়া : সুজাতা চ্যাটার্জী



হঠাৎ করে সেদিন রাতে, যেই ভেঙ্গেছে ঘুম,

শুনতে পেলুম কাদের যেন, ঝগড়া করার ধুম।



“আমার কাছে আসবি না তুই, দূরে দূরেই থাক,

তোর গায়েতে গন্ধ এমন, জ্বলছে আমার নাক।”

“গন্ধ আমার থাকতে পারে, নোংরা মোটে নই,

জগৎজোড়া ধুলো কাদা, তোর গায়েতেই ওই।”

“মাটির মানুষ, গায়ের 'পরে রয়েছে মাটি তাই,

আমার কাছে তোর মতো ওই হাজার মুখোশ নাই!”

“তোর তাতে কী, আমার মুখোশ পরলে 'পরে আমি?

আমি তো ভাই তোর চাইতে, অনেক বেশি দামী!”

“সস্তা হলেও, আমায় সবাই ভীষণ ভালোবাসে,

তোর রূপেতে সব্বাইকার চক্ষেতে জল আসে!”



ভয়ের চোটে আমার এবার ধড়াস ধড়াস বুক –

বুঝতে পারি শুকিয়ে গেছে, গলা এবং মুখ।

দেব-দেবী সব স্মরণ করে, খাটের থেকে নামি,

ঝুলঝাড়াটা বাগিয়ে ধরে, বেরিয়ে আসি আমি।

জ্বালিয়ে আলো, সাবধানেতে, এদিক-ওদিক চাই,

একলা ছিলাম, একলা আছি, কোত্থাও কেউ নাই।

কেবল দেখি রান্নাঘরে রয়েছে দুটো ঝুড়ি,

দশটা মতন রয়েছে আলু, পেঁয়াজ গোটা কুড়ি।


(সমাপ্ত)

অলঙ্করণ : দেবলীনা দাস


8 comments:

  1. হাহাহা দারুণ মজার ছড়া আর ছবিটাও খুব ভালো হয়েছে 😊

    ReplyDelete
  2. খুব মজা পেলাম, দারুণ হয়েছে।

    ReplyDelete
  3. Khub mojar kobita..osadharon creation

    ReplyDelete
    Replies
    1. Onek dhonyobad. Bhalo legeche jene khub anondo pelam😊

      Delete