Pages

ছড়ার ছন্দে : এখন সবার ছুটি : উত্থানপদ বিজলী



আয় রে তোরা আয় রে কাছে 

এখন সবার ছুটি---

উচ্ছ্বসিত নদী ডাকে

হেসে কুটিকুটি ।


নৌকো চলে ঢেউয়ের দোলায়

তরতরিয়ে কেমন

এখন ছুটি দেখতে পারি

ইচ্ছা খুশি যেমন।


হাতে এখন অনেক সময়

চল্ না পাড়ি আম

পুকুর পাড়ের ঝুলো ডালে

কালো পাকা জাম।


খেয়াল খুশি খেলতে পারি

গাইতে পারি গান 

ছুটির দিনে পড়া তো নেই 

নাচতে চাইছে প্রাণ ।


অলঙ্করণ : সুস্মিতা কুণ্ডু


No comments:

Post a Comment