Pages

ছড়ার ছন্দে : খেলার ছুটি : উৎপল কুমার ধারা




ছুটছে নদী জোয়ার টানে,
ঢেউগুলো সব নাচছে,
রজক ছেলে নদীর ঘাটে
ময়লা কাপড় কাচছে।

পড়ার ছেলে নামতা পড়ে -
খেলার ছুটি পায় না,
মাঠটা একা গুমরে কাঁদে,
কেউ মাঠে আর যায় না।

শৈশবটা বলছে, আমার
খেলার ছুটি নাই রে,
পড়ার টেবিল ডাকছে এখন,
ভাই রে আমি যাই রে!

ছুটছে নদী জোয়ার টানে,
বলছে, ও মেঘ বৃষ্টি,
আয় রে সবাই বানাই রে ভাই
খেলার ছুটির লিস্টি!

রজক ছেলে বলছে হেঁকে,
খেলতে আমায় নিস রে!
তোদের ছুটির লিস্টি থেকে
একটা ছুটি দিস রে!

একটুও নেই পড়ার ছেলের
খেলার ছুটির ফাঁকটা -
চাইছে সেও খেলার ছুটি,
দিস রে তাকেও একটা!

অলঙ্করণ : সুস্মিতা কুণ্ডু

No comments:

Post a Comment