ক. বলো দেখি :
ডাকে সে মধুর সুরে
শেষে পিঠে দুম!
পেট যদি কেটে দাও
শুয়ে আসে ঘুম।
খ. ওলটপালট :
নিচের চারটি শব্দের বর্ণগুলো উল্টেপাল্টে গেছে। সেগুলোকে সাজিয়ে নিয়ে অর্থপূর্ণ শব্দ বানাতে পারবে?
১) তা র ক লি
২) লা ব ণ ডা র
৩) অ রা জি তা প
৪) ক বি য় না
৫) শ লী লা কু ক
গ. বলো দেখি!
গোলগাল মোটাসোটা
সবুজ জামা পরে,
ছুরির খোঁচা লাগলে গায়ে
লাল রক্ত ঝরে।
গরমকালে ঘুরতে আসে
ঠাণ্ডা করে পেট,
স্বাদখানা তার ভারী মিঠে,
আহা! বাহা! গ্রেট!
ঘ. মজারু :
নিচের ছবিটিতে একটিমাত্র দেশলাই কাঠি সরিয়ে সবচেয়ে বড় কোন্ সংখ্যা তৈরি করতে পারবে বলো তো?
👏👏👏
ReplyDelete