রঙবেরঙের ফুলে
প্রজাপতির ডানায়,
বেছে বেছে রঙ দিল ভোর
যে রঙ যাকে মানায়।
পান্না সবুজ ঘাসে
সূর্য দেখার ছলে
শিশির কণার কানপাশাতে
আলো নিজেই দোলে।
দূরে অনেক দূরে
পালক দিয়ে আঁকা
সর্ষে ক্ষেতের হলুদ ছুঁয়ে
দিগন্ত নীল রেখা।
হাট ফেরা সাঁঝবেলা
পাহাড় থেকে নেমে,
পা ডোবা জল পেরিয়ে নদী
ঢুকল গোধূল গ্রামে।
অলঙ্করণ : সুকন্যা
No comments:
Post a Comment