কচিকাঁচাদের পাতা : লেখালেখি


ছড়া

কেঁচোর ভয় 

প্রবাহনীল দাস
(পঞ্চম শ্রেণি)


ঠিক আমাদের পাশের বাড়ির ধৃষ্টদ্যুম্ন হালদার;
জামা পরেন কলকাতার আর লুঙ্গি পরেন মালদার৷
তিনি নাকি নিমকাঠিতে এখনও দাঁত মাজেন,
সকালবেলা কুড়ি কিলোর দুইটি মুগুর ভাঁজেন৷
বাঘ-সিংহও ডরায় এঁকে, তবে একটা কথায় নেচো.........
সত্তর হাত দূরে পালান, দেখলে কোনও কেঁচো৷

..................................................

অলঙ্করণ : দেবলীনা আর অদ্রীশ

No comments:

Post a Comment