ছড়ার ছন্দে : ভূতেদের বৈঠকে : শাশ্বত বসু




এক রাতে ডাক দিল ভূতেদের সর্দার,
জরুরী সে বৈঠকে সবাইকে দরকার।
নিমতলা, জামতলা, ভাঙ্গাচোরা বাড়িতে
মজা ডোবা, খালবিল, ফেলে দেওয়া গাড়িতে
যেখানে যেমন ভাবে পেয়েছিল তারা ঠাঁই
সেখানে খবর গেল সকলের যাওয়া চাই।

সাদা, কালো, নীল, লাল, মেরুন, বেগুনী, ছাই
সব রঙে রাঙা ভূত সাজুগুজু করে তাই।
সূর্যটা ডুবতেই সকলে জমালো ভিড়
চারিদিকে শুরু হলো ফিসফিস বিড়বিড়।

ভূতেদের সর্দার ভাল করে গলা ঝেড়ে
শুরু করলেন তাঁর সরু সরু হাত নেড়ে,
"যখন ছিলাম বেঁচে মরেছি যে হেঁচে কেশে
ভেবেছি অনেক কিছু, করিনি কিছুই শেষে।
এখন তো ভূত হয়ে আর কোনও কাজ নেই
শুনেছি মানুষগুলো একটুও ভালো নেই।
চলো দেখি আমরাই কিছু কাজ করে যাই
দুষ্ট যেগুলো আছে, ধরে ঘাড় মটকাই।"

সকলে মিনিট পাঁচ খুলি গুলো খাটিয়ে
খটখট ঠক ঠক হেঁটে চলে লাফিয়ে,
রাজি হলো শেষমেষ কি বা আছে ভাবনার!
এহেন সুযোগ বুঝি আসে না তো বারবার।

এমন একটা কাজ করে গেলে বেশ হয়,
পৃথিবীতে বেঁচে থাকা অনেকটা সোজা হয়!
ভাল কাজে ঝুঁকি আছে, কষ্টও কম নয়,
ভূতেদের হাত ধরে মানুষের হোক জয়।।

(ভূতেদের বৈঠক সমাপ্ত)

অলঙ্করণ : সুকান্ত মন্ডল

8 comments:

  1. বেশ ছমছমে কবিতা

    ReplyDelete
  2. Dada tomar lekha na sisu sahitye include kora uchit.

    ReplyDelete
    Replies
    1. কি যে বলি, অনেক ধন্যবাদ তোমায়!

      Delete
  3. ভূতেদের হাত ধরে মানুষের হোক জয়.... দারুন লিখেছো দাদা.... আরও এরকম লেখা পড়তে চাই....

    ReplyDelete
  4. E je dekhi Bhuter Rajar bor peyei gyacho! Khub bhalo. Shubho kamona o shuvechha roilo.
    ~ Gautam Banerjee

    ReplyDelete
  5. খুব মজা পেলাম পড়ে শাশ্বত দা। দারুণ লাগলো।

    ReplyDelete