ছড়ার ছন্দে : আমার পড়শি : অনসূয়া খাসনবীশ



হরলিক্স শিশি কেটে
ঢেকে রাখা চোখটায়
ওই দেখো চেয়ে আছে
ও বাড়ির লোকটা।

গলগল ঘাম হলে
রোদে বসে গান গায়,
শীত প'লে ঘসঘস
মুখ মোছে গামছায়।

চারখানি চুল আছে
চোখগুলো গোল গোল,
নুন ছেড়ে ডালে দেয়
গোটা দুই চারকোল।

সকালে সে গান গায়,
ভোমরায় গুনগুন
রাত্তিরে জানলায়
কাশি জোড়ে খুনখুন।

এসবই হয়-টয়
বিশ্বাস করে নাও
আমারই তো পাশে থাকে
ঘংচাকু প্যাঁকচাও।।



অলঙ্করণ : অনসূয়া খাসনবীশ

3 comments:

  1. আহা! কি সুন্দর নাম আর কি সুন্দর তার কাজ কর্ম! :-D

    ReplyDelete
  2. নামটা শুনে ভয় পেলাম তো !!

    ReplyDelete
  3. ওরে বাবা একি নাম। কাজ কর্মও সাংঘাতিক বটে।

    ReplyDelete