ছড়ার ছন্দে : শীত : শংকর দেবনাথ



মিঠেল রোদের আদর মাখা
হিম চাদরে অঙ্গ ঢাকা
আসলো দেশে শীত তো,
সরষে ফুলের হলদে হাসি
সবজি খেতের সবুজ রাশি
ভরায় চোখ ও চিত্ত।

বাঁওড় বিল আর নদীর তীরে
পাখির হাজার আঁখির ভিড়ে
প্রাণের মায়াবৃত্ত,
শরম মাখা নরম দুপুর
বনভোজনের মন হারা সুর
পুলক জাগায় নিত্য।

নলেন গুড়ের সুবাস মিঠে
মায়ের করা পায়েস পিঠে
খেজুর রসের মিথ্ তো,
হিম কুয়াশার চাদর গায়ে
শহর এবং পাড়াগাঁয়ে
বেড়ায় ঘুরে শীত তো।

অলঙ্করণ : স্বর্ণদ্বীপ চৌধুরী

No comments:

Post a Comment