ছড়ার ছন্দে : শীতের চিঠি : দুর্গা চরণ ঘোষ





শীতের চিঠি এসে গেল হিমেল হাওয়ায় ভেসে,

এই যে চিঠির জবর খবর ছড়ায় মজার দেশে।

ডালে ডালে কাঁপন লেগে খসলো হলুদ পাতা,

শাল মহুয়ার বনে বনে স্বপ্ন সবুজ গাঁথা।

পিঠে পুলির গন্ধ ওড়ে নলেন সুবাস ছোটে,

পথের পাশে সরষে ক্ষেতে সবুজ আঁচল লোটে।

ব্যাঙ-ব্যাঙাচি কাঁকড়া শামুক শীতের এ মরসুমে,

দীপাবলীর আমোদ শেষে পড়ল গভীর ঘুমে।

গরম গেল, এবার খুশি ছড়ায় দিকে দিকে,

গ্রাম শহরের সকল মানুষ মজে যে পিকনিকে।

শীতল সাঁঝে বারান্দাতে দিয়ে চাদর মুড়ি,

রূপকথাদের যতেক খবর শোনায় শীতের বুড়ি।

জমবে মেলা ভুবনডাঙায়, না হয় অজয় ধারে,

বাউল সুরে মাতবে এসো, ডাকছি বারে বারে।


অলঙ্করণ : স্বর্ণদ্বীপ চৌধুরী

No comments:

Post a Comment