শীতকাতুরে সীতেশবাবুর শীতকে বড় ভয়,
সর্দি বসে বুকে যদি নিউমোনিয়া হয়!
উত্তুরে ঐ ঠাণ্ডা হাওয়ার যেই না বওয়া শুরু,
সীতেশবাবু চাপান গায়ে লেপ-কম্বল পুরু।
বাইরে গেলে ভারী জ্যাকেট, মাথায় মাংকি টুপি,
অ্যাস্ট্রোনটের বেশে যেন চলেন বহুরূপী।
গরম তবু রয় না শরীর, হাঁচেন পঁচিশ বার,
শীতের চোদ্দপুরুষ করেন গাল দিয়ে উদ্ধার।
এমন সময় গিন্নী এসে দাঁড়ান হাসিমুখে,
নলেন গুড়ের পায়েস-পিঠে সামনেই দেন রেখে।
চেটেপুটে সবটা খেয়ে বলেন সীতেশবাবু,
“যদিও শীতে করল আমায় সর্দিজ্বরে কাবু,
তবুও তাকে করছি ক্ষমা, আমার মনে হয়,
যেমন ভাবি, শীত-ঋতু ঠিক তেমন খারাপ নয়।”
অলঙ্করণ : সুস্মিতা কুণ্ডু
দারুণ
ReplyDeleteদারুণ
ReplyDelete