আকাশটা যেই হিমেল হাওয়া দেয় ছড়িয়ে,
সূয্যিমামা তখন হাসি দেয় ঝরিয়ে,
হিম ঝুরঝুর শিশির মাখা সবুজ ঘাসে,
ডালিয়া গাঁদা মিটমিটিয়ে ওই যে হাসে।
পেরজাপতি মৌমাছিরা সকাল হলে,
সোনালী রোদ মাখতে আসে ফুলের কোলে,
ছোট্ট খোকা পায় না ভেবে কেমন করে,
উড়ছে ধোঁয়া মুখ থেকে তার শীতের ভোরে?
মন মেতে যায় সবুজ মাঠে ক্রিকেট খেলায়,
জমিয়ে মজার গল্প দাদুর সন্ধ্যেবেলায়
রান্নাঘরে খেজুরগুড় আর গরম পিঠে,
হাড়কাঁপানো ঠাণ্ডা রাতে ভীষণ মিঠে।
যখন আসে শীতের বুড়ি লম্ফ দিয়ে,
রাত কেটে যায় লেপের ভেতর মুখ লুকিয়ে!
অলঙ্করণ : স্বর্ণদ্বীপ চৌধুরী
No comments:
Post a Comment