ছড়ার ছন্দে : খুকুমণি : রূপালী গোস্বামী
ভোর হয়েছে ফুল ফুটেছে
ডাকছে পাখিগুলো
খুকুমণির ঘুম ভেঙে গেছে
চুল যে এলোমেলো। 
খুকুমণি খুবই খুশি
ছুটির দিন যে আজ,
বেড়াতে যাবে খুকুমণি
পরবে নতুন সাজ। 
সবার কথা শোনে খুকু
সে যে খুবই ভালো
সবাই তাকে ভালোবাসে
যেন চাঁদের আলো। 
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment