প্রশ্ন :
ছুটি সংখ্যার ক্যুইজে প্রথমেই থাকুক খাওয়াদাওয়া:
১. কাসুন্দি তৈরির প্রথার সঙ্গে বাংলার কোন উৎসব জড়িয়ে রয়েছে?
২. ধনসাক। মাংস ডাল সব্জি ভাত দিয়ে তৈরি একটি পদ। কোন্ সম্প্রদায়ের খাদ্যরীতির অন্তর্গত এটি?
৩. ভারতীয় জলযোগ হিসেবে বেশ জনপ্রিয় এই খাবারটি সাধারণত নিরামিষ পদ হিসেবেই প্রচলিত। কিন্তু আদতে এটি মোটেও নিরামিষ নয়, ভারতীয় তো নয়ই। সাম্বোসাক বা সানবুসাজ নামে পরিচিত, মাংসের পুর দিয়ে তৈরি মধ্যপ্রাচ্য থেকে আসা এই খাবারটির উল্লেখ পাওয়া যায় বিভিন্ন ঐতিহাসিক নথিতে। বলতে পারো কোন খাবারের কথা বলছি?
এবার একটু বেড়ানো হোক :
৪. সেভেন সিস্টার্স ফলস ভারতের কোন্ রাজ্যে দেখতে পাওয়া যায়?
৫. নিচের ছবির স্থাপত্যকীর্তি কোথায় গেলে দেখতে পাওয়া যাবে?
৬. নিচের ছবিটি কোথাকার?
এবার আসছে কমিক্স কার্টুন :
৭. বর্ডুরিয়া আর সিলদাভিয়া নামে দুটি প্রতিবেশী দেশের উল্লেখ কোথায় পাওয়া যায়?
৮. রাজীব চিলাকার নাম কোন কার্টুন চরিত্রের সঙ্গে জড়িত?
৯. তোমাদের অত্যন্ত প্রিয় সুপারহিরো হলো স্পাইডারম্যান এবং এই চরিত্রকে কমিকসের পাতায় আনার অন্যতম মূল কারিগর ছিলেন লেজেন্ড স্ট্যান লি। তা তোমরা বলতে পারো কী দেখে স্পাইডারম্যান চরিত্রের কথা প্রথম তাঁর মাথায় আসে?
১০. কমিকসে সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যানদের মতো জনপ্রিয় না হলেও মুভির দৌলতে আজ আয়রন ম্যান সারা বিশ্বে অন্যতম জনপ্রিয় চরিত্র। যারা কমিকস পড়েছো বা দেখেছো তারা জানো আয়রন ম্যান স্যুটই আয়রন ম্যানকে শক্তিশালী করে তোলে। কিন্তু স্যুট না থাকলে? হ্যাঁ, ঠিক। সে সাধারণ মানুষই। তাই আয়রন ম্যান স্যুটের বাইরেও নিজেকে শক্তিশালী করার জন্য একজনের কাছে ট্রেনিং নেওয়ার অনুরোধ করে। সেই ব্যক্তিটি কে?
হিন্ট : সে-ও তোমাদের খুব পছন্দের একজন চরিত্র।
উত্তর :
১. অক্ষয় তৃতীয়া
২. পার্সী
৩. সামোসা বা সিঙাড়া
৪. মেঘালয়
৫. হর কি পৌরী ঘাট, হরিদ্বার
৬. মহাবলীপুরম
৭. টিনটিনের কমিকসে
৮. ছোটা ভীম
৯. একটি মাছি
১০. ক্যাপ্টেন আমেরিকা
No comments:
Post a Comment