ছড়ার ছন্দে : ছুটি : পারমিতা বন্দ্যোপাধ্যায়




ছুটির নেশায় আমরা সবাই 
মাতি যে যার মতো 
বৃদ্ধ , যুবা ,বালক , শিশু 
আনন্দে রয় কত। 

ছুটি সে তো স্বাধীনতার 
হলো নামান্তর 
বয়স ভেদে অর্থে তাহার 
আনবেই অন্তর। 

শিশু যখন,মায়ের কোলে 
বাঁধন নাহি চায় 
ছোট্ট শিশু দু হাত তুলে 
মুক্তি মাগে হায় ।

বালক যখন, পড়াশোনার 
কঠিন নিয়ম জারি 
ছুটির তরে আঁখির কোণে 
নিত্য ঝরে বারি। 

যুবা যখন, ব্যস্ত কাজে
স্কন্ধে দায়ভার।
ছুটির তরে মনটা তখন 
অস্থির বারবার। 

বৃদ্ধ যখন,মনটা তখন 
মুক্তি শুধুই চায় 
দিবারাত্র মনটা কাঁদে 
ছুটি কবে পায়।


অলঙ্করণ : স্বর্ণদ্বীপ চৌধুরী


No comments:

Post a Comment