ছড়ার ছন্দে : এলোমেলো ছড়া : দ্বৈতা হাজরা গোস্বামী




কুট কুট ক্যাডবেরি খাওয়া ভূত দেখেছো?
ঘুট ঘুট মিশকালো আঁধারে
ছুট ছুট ছুটে গেলে
বাতাসে সে মিশে যায়
মনে ভাবি- এ কেমন ধাঁধা রে?

গুন্ গুন্ গান গায় কানকাটা কুন্ডু
ঠুন ঠুন সুর তোলে সেতারে,
ফুর ফুর চুল তার উড়ে যায় বাতাসে
খিল খিল হেসে ওঠে বেতারে।

গুম গুম কিল দেয় মামদোর মামিমা
ঘুম ঘুম গেলে মাঝ রাত্রে,
কট কট করে কান তাই রোজ সকালে
মট মট ব্যথা হয় গাত্রে।

খিল খিল হাসো যদি শুনে এই ছড়াটা
পিল পিল কামড়াবে পোকারা,
টিকটিক টিকিটিকি ঠিকঠিক বলে ওই
ফিকফিক হাসে দেখো বোকারা।


অলঙ্করণ : সুস্মিতা কুণ্ডু

8 comments:

  1. কি মিষ্টি ভূত রে বাবা!পুরো চকলেটি ☺️

    ReplyDelete
  2. এক্সেলেন্ট! খুব মজার ছড়া।

    ReplyDelete
  3. খিল খিল হাসলাম। এইবার না পোকায় কাটে :)

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. ফুরফুর করে আনন্দে উড়ে এলাম।
    খিকখিক করে হাসছি

    ReplyDelete
  6. খিলখিল করেই হাসছি। কানকাটা কুণ্ডু, হা হা হা। দারুণ।

    ReplyDelete