ক্যুইজ




পুজোসংখ্যার ক্যুইজে রইলো বিভিন্ন উৎসব নিয়ে কিছু প্রশ্ন :

১. শালগাছ আর তাতে আসা নতুন ফুলকে কেন্দ্র করে উদযাপিত হয় এই সরহুল উৎসব, মার্চ মাস নাগাদ। বলতে পারো কোন্ রাজ্যের আঞ্চলিক উৎসব এটি?


২.


পয়লা বৈশাখের সকালে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রার ছবি এটি। ১৯৮৯ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রা। কোথায়?


৩. চৈত্রমাসে অনুষ্ঠিত বাংলার কোন্ লোকউৎসবে শিব এবং হরকালীর বিবাহ অনুষ্ঠিত হয় বলে প্রচলিত বিশ্বাস?


৪. পশ্চিম ভারতের উপকূল অঞ্চলের মৎস্যজীবী মানুষজন শ্রাবণমাসের পূর্ণিমার দিন একটি বিশেষ পূজার আয়োজন করেন। মূলতঃ সমুদ্রের অধিষ্ঠাতা বরুণদেবকে তুষ্ট করার জন্য এই পূজা। পূজার প্রধান উপকরণ হলো নারকেল। এই উৎসবের নাম কী?


৫. আগস্ট সেপ্টেম্বর নাগাদ (ভাদ্রমাসের শুক্লাপঞ্চমী তিথিতে) নতুন ফসল তোলা উপলক্ষে ভারতের একটি রাজ্যে অনুষ্ঠিত হয় নুয়াখাই (Nuakhai)। ক্ষেতের ফসল ব্যবহারের আগে দেবতাকে উৎসর্গ করাই এই উৎসবের মূল উদ্দেশ্য। কোন্ রাজ্যের মানুষ পালন করেন এটি?


৬. 



শীতকে বিদায় জানাতে ফাল্গুন মাসের পূর্ণিমায় গোয়ায় অনুষ্ঠিত হয় এই উৎসব। দোলপূর্ণিমার আগের পাঁচদিন ও পরের পাঁচদিন ধরে চলা এই উৎসবের নাম কী?


৭. উগাডি(Ugadi), গুড়ি পাড়ওয়া(Gudi Padwa), নওরে (Navreh) - এই উৎসবগুলির মধ্যে মিল কী?


৮. 



কোন্ মেলার ছবি?


৯. পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল এবং ঝাড়খণ্ডের একটি লোকউৎসব হলো টুসু পরব। বছরের কোন্ সময়ে হয় একমাসব্যাপী এই পরব?


১০. 



ছবিটি কেরালার ভাল্লামকালি (স্নেক বোট রেস)-এর। কোন্ উৎসবের অঙ্গ এই বোট রেস?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

উত্তর :

১. ঝাড়খণ্ড।

২. বাংলাদেশের রাজধানী ঢাকা।

৩. 
গাজন। 

৪. নারিয়েল পূর্ণিমা বা নারালি পূর্ণিমা।

৫. ওডিশা।

৬. শিগ্মোৎসব (Shigmotsav)

৭. ভারতের বিভিন্ন অঞ্চলে পালিত নববর্ষের উৎসব এগুলি।

৮. পুষ্কর মেলা।

৯. পৌষমাসে।

১০. ওনাম।

No comments:

Post a Comment