১. মহিষাসুরকে কোনও পুরুষ বধ করতে পারবেন না, এই বর কে দিয়েছিলেন?
২. পুরাণ অনুসারে, রুদ্রাক্ষের সৃষ্টি কোথা থেকে?
৩. মহিষাসুরবধের জন্য দেবী দুর্গাকে সকল দেবতারা বিভিন্ন অস্ত্র ও যুদ্ধসাজ দিয়েছিলেন। দেবীর বাহন সিংহটি কার দেওয়া?
৪. মহাদেব দেবী দুর্গাকে কোন অস্ত্র দান করেছিলেন?
৫. শারদীয়া দুর্গাপূজাকে বলা হয় 'অকাল বোধন'। ঠিক কী কারণে একে 'অকাল বোধন' নামে ডাকা হয়?
৬. লোককথা অনুযায়ী, শারদীয়া দুর্গাপূজার শেষে বিজয়া দশমীর দিন যখন মা দুর্গা সপরিবারে কৈলাসে রওনা হন, তার আগে একটি বিশেষ পাখি উড়ে গিয়ে কৈলাসে তাঁর আগমনবার্তা জানায়। বলতে পারবে কোন পাখির কথা বলা হচ্ছে?
৭. রামায়ণের কিছু আঞ্চলিক সংস্করণে আমরা কালনেমি নামের একটি চরিত্রকে পাই, যিনি নাকি মারীচের পুত্র, এবং রাবণের মন্ত্রীদের একজন। তাঁকে রাবণ একটি বিশেষ কাজের দায়িত্ব দেন। বলা বাহুল্য, কালনেমি সফল হননি। প্রশ্ন হলো, কাজটি কী?
৮. ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর - এঁদের মধ্যে সৃষ্টির দেবতা কে?
৯. বিভিন্ন দেবতাদের বাহন বিভিন্ন প্রাণী, এবং ভারতীয় পুরাণে বাহনদের ভূমিকা যথেষ্ট উল্লেখযোগ্য। বলো তো মহিষ কোন দেবতার বাহন?
১০. সমুদ্রমন্থনের ফলে অন্যান্য জিনিসের সঙ্গে একটি গাছও নাকি পাওয়া গিয়েছিল, যার ফুলের সৌন্দর্য ও সুগন্ধ কখনও ম্লান হয় না। ইন্দ্রলোকে স্থান পাওয়া এই গাছের নাম কী?
১১.
সঙ্গের ছবিটি বিষ্ণুর দশ অবতারের একজনের। কে ইনি?
১২. আমাদের খুব পরিচিত এক দেবীর দুই সখীর নাম জয়া ও বিজয়া। কে এই দেবী?
১৩. শুম্ভ ও নিশুম্ভ নামে দুই দৈত্যের সঙ্গে দেবী দুর্গার যুদ্ধের সময় রক্তবীজ নামে এক ভয়ানক দৈত্য এসে হাজির হয়েছিল। দেবী কোন রূপে এই রক্তবীজকে বধ করেছিলেন?
১৪. স্কন্দ অথবা মুরুগান কোন নামে আমাদের কাছে বেশি পরিচিত?
১৫. এঁর অনেক নামের মধ্যে কয়েকটি হলো 'বিজয়', 'ধনঞ্জয়', 'জিষ্ণু', 'শ্বেতবাহন'। এঁকে আমরা কী নামে চিনি?
কিছু পারলাম কিছু পারলাম না। অপেক্ষায় থাকলাম।
ReplyDelete