ওদের জগৎ অনেকখানি, বাগান ভরা ফুল-
মোদের জগৎ বাক্স-বন্দী, ফুলদানী-সঙ্কুল ।
ওদের জীবন হাল্কা-পালক, কাশের দোলায় ভাসে,
মোদের জীবন বেজায় কঠিন, আবদ্ধতার ফাঁসে ।
শরৎ কালের আগমনী, ওদের কাজ-ফিরিস্তি -
ইস্কুলেতে মোদের তখন, পরীক্ষা-প্রস্তুতি ।
ওদের পুজো উদোম খুশী, প্রকৃতিরই মাঝে -
বিপদ যদিও লুকিয়ে থাকে পদ্মবনের খাঁজে ।
মোদের পুজো নতুন পোশাক, নানান থিমের চমক -
হরেক রকম বিলাসিতা, বাহুল্যেরই মোড়ক ।
ওদের চাওয়া সামান্যটুক, মোদের অফুরন্ত -
ওদের পাওয়া অলীক-স্বপ্ন, মোদের রোজ জীবন্ত।
তবুও ওদের সুখ অনাবিল, এই প্রকৃতিজোড়া -
মোদের মনেই যত অসুখ, অসন্তোষের ধারা ॥
(সমাপ্ত)
অলঙ্করণ : দেবলীনা দাস
সুন্দর ছড়া আর খুব সুন্দর ছবি।
ReplyDelete