জুলাই সংখ্যার ক্যুইজ ও ধাঁধার উত্তর

বিশ্বকাপ ফুটবল স্পেশাল ক্যুইজের উত্তর :

১. রোনাল্ডো লুইস নাজারিও দি লিমা, ব্রাজিল
২. ১৯৮২ স্পেন বিশ্বকাপ, জার্মানি-ফ্রান্স ম্যাচ
৩. ভুভুজেলা
৪. ইউএসএ এর বার্ট প্যাটানয়েড
৫. ফ্রান্সের জাস্ট ফন্টেন
৬. পিকলস নামে একটি কুকুর জুলে রিমে ট্রফি খুঁজে পায় দক্ষিণ পূর্ব লন্ডনের একটি পার্ক থেকে
৭. ১৯৬২ সালের বিশ্বকাপে চিলি এবং ইতালির ম্যাচ
৮. এঁরা প্রত্যেকেই বিশ্বকাপ ফাইনালে ওপেন প্লে থেকে উইনিং গোল করে দেশকে জিতিয়ে দেন।
৯. মারিও কেম্পেস
১০. ১৯৫০ ব্রাজিল বিশ্বকাপ
১১. ১৯৫৪ সুইজারল্যান্ড বিশ্বকাপ
১২. জিনেদিন জিদান
১৩. ১৯৭০ মেক্সিকো বিশ্বকাপ
১৪. ১৯৮২ স্পেন বিশ্বকাপ
১৫. এঁরা প্রত্যেকেই বিশ্বকাপে প্রথমবার সুযোগ পাওয়া নিজেদের দেশের হয়ে প্রথম গোল করেন

প্রশ্নগুলি দেখতে ক্লিক করো নিচের লিঙ্কে :
https://kromoshokisholoy.blogspot.com/2018/06/blog-post_24.html?m=0

তেরোটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তারাপ্রসন্ন দত্ত। তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ধাঁধার উত্তর :

ক. বলো দেখি : কলরব
খ. ওলটপালট : ১. জিভেগজা
                        ২. অনিন্দ্যসুন্দর
                        ৩. কড়িকাঠ
                        ৪. চুনসুরকি
গ. বলো দেখি : ফুটবল
ঘ. ভুল গল্প : গল্পে উল্লিখিত ভুলগুলি হলো :
১. ভূপেনবাবুর পায়ে চোট ,অথচ তিনি দুদ্দাড়িয়ে ছুটলেন।
২. শীতের রাতের কথা বলা হচ্ছে গল্পের শুরুতে , কিন্তু গল্প এগোলে জানা যাচ্ছে জামাই ষষ্ঠীর কথা । জামাইষষ্ঠী হয় গ্রীষ্মকালে ।
৩. ভূপেনবাবু ব্যাচেলর , কিন্তু একে একে তাঁর গিন্নি , মেয়ে সবাই ঢুকে পড়ছে গল্পে ।
৪. ভূপেনবাবু মেশিন ছাড়া কানে শোনেন না , তবে মেশিন খুলে রাখা অবস্থায় শব্দ শুনতে পেলেন কী করে ?
৫. ভূপেনবাবু নিজে রান্না করে খান , তাহলে রাঁধুনি আসে কোত্থেকে ?
৬. একবার বলা হচ্ছে ললিতা ভূপেনবাবুর একমাত্র মেয়ে ,আবার একবার তার স্বামী তাকে ছোটমেয়ে বলে উল্লেখ করছে ।
৭. ললিতার স্বামীর নাম অলকেশ , পরে আবার তার নাম ভুলবশত হয়েছে অম্বিকেশ ।
৮. যে লোকটি, বা ভূতটি কাঁঠাল নিয়ে পালালো , তাকে একবার বলা হচ্ছে লম্বা , একবার বলা হচ্ছে বেঁটে ।
৯. ললিতার বিয়ের এটা প্রথম বছর ,তবে তিন বছর আগে সে হানিমুনে যেতে পারে না ।
১০. কাঁঠালটা পরের দিন ভাঙার কথা ,ওটা ভাঙা হয়ইনি , এদিকে জামাই বলছেন ভূপেনবাবু নাকি অনেক কাঁঠাল খেয়েছেন ।

ধাঁধার প্রশ্ন  দেখতে ক্লিক করো নিচের লিঙ্কে :

https://kromoshokisholoy.blogspot.com/2018/06/blog-post_14.html?m=0

এই সংখ্যার ধাঁধার সঠিক উত্তর দিয়েছেন পৌষালী গুপ্ত । তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।


1 comment:

  1. অনেকগুলো প্রশ্নের উত্তর আমিও পারিনি শেষ সংখ্যায়। এখন জেনে গেলাম। 😊

    ReplyDelete