ছড়ার ছন্দে : মেঘের দেশে : লীনা রায় মল্লিক





মেঘের দেশে পাড়ি দেবো
স্বপ্ন দেখি রোজ,
জানবো আমি নতুন জগৎ
করব নতুন খোঁজ।

সূয্যিমামা কেমনে লুকোয়
মেঘের অন্তরালে,
দৌড়ে গিয়ে দেখবো সেথা
আমি খেলার ছলে।

টাপুর টুপুর বৃষ্টি কেমন
আসে ও দেশ থেকে,
আকাশভেদী আলোর রেখা
ভয় পেয়ে যাই দেখে।

দূর আকাশে মেঘের পাহাড়
দেয় যে হাতছানি,
মাগো আমি যাবো সেথা
দেখব জগৎখানি।


অলঙ্করণ : লীনা রায় মল্লিক


2 comments: