ছড়ার ছন্দে : পৌষ পাবণে : ঝিল দত্ত



"ও পুঁটির মা, পৌষ পাবণে করছ এত কী?
পুঁটি তোমার শ্বশুরবাড়ি, ভাগ্নে এল বুঝি!"
"বটা আমার বিদেশ গেছে, দিয়েছে যে চিঠি।
গোটাকতক পুষ্যি ছাড়া কার জন্য কী?

মনটা তো চায় এই পাবণে ওদের কিছু দিই,
গণ্ডা চারেক বেড়াল আছে, মণ্ডা রেখেছি।
চানু আসবে বিকেলবেলা, পানু আসবে রাতে,
বুঁচি আসবে রাত পোহালেই, মালপোয়া চাই পাতে।

খেঁদি, মেনি, ভূতি, তুলি, লালি, কালি, তুষি,
ওদের কচি ছানাগুলো পায়েস পেলেই খুশি।
বুধিগাইটা সরাপিঠে দিব্যি পারে খেতে,
একটি খেয়ে জিভ বাড়িয়ে দশটি পারে নিতে।

হবা, গবা ছাগলদুটোর গোকুলপিঠেয় মন,
বলে ''পিসি আর একটা দাও দিচ্ছোই যখন''!
মাঠের খুশি সারা হলে আসবে ছেলের দল,
উড়িয়ে ধুলো, হাত-পা'গুলো, বসবি খেতে চল।

চাকুম-চুকুম, চকচকে চোখ, একটা পাটি জোড়া,
হাত ভরে যায়, প্রাণ ভরে যায়,আপনজন তো ওরা!



অলঙ্করণ : রঞ্জন দাস


No comments:

Post a Comment