ক্যুইজ : উইণ্টার স্পেশাল




1. কায়োনোফোবিয়া (Chionophobia) কী?

2. অগ্রহায়ণ মাসে বাংলায় যে ইতুপুজোর চল আছে তাতে কোন দেবতার আরাধনা করা হয়?

3. ভারতের কোন রাজ্যে ডিসেম্বর মাসে হর্ণবিল ফেস্টিভ্যাল (Hornbill festival) অনুষ্ঠিত হয়?

4. ফেব্রুয়ারি মাস নাগাদ ভারতের কোন্ রাজ্যে গেলে
তামলাডু (Tamladu festival) নামের লোক-উৎসবটি দেখতে পাওয়া যায়?

5. নিচের ছবিটি কার?


৬. কোন্ শহর 'অফিশিয়াল হোম অফ স্যান্টা ক্লজ' বলে পরিচিত?


৭.

কেলটিক মিথোলজিতে ইনি শীতকালের অধিষ্ঠাত্রী দেবী, এঁর থেকেই অন্যান্য স্কটিশ দেবদেবীদের জন্ম। এঁকে প্রায়ই এক চোখ বিশিষ্ট এক বৃদ্ধার রূপে কল্পনা করা হয়েছে। ইনি কে?


৮. আর্কাদি গাইদারের সৃষ্ট অমর দুই খুদে চরিত্র, যারা এক হাঁটু বরফের মধ্যে হারিয়ে ফেলেছিল বাবার চিঠি। বাবার সঙ্গে ক্রিসমাস কাটানোর জন্য  তাদের তাইগা যাত্রার কালজয়ী বিবরণখানার নামও তাদেরই নামে। বলতে পারো এই দুই ভাইয়ের নাম কি?


৯. আইস হকি কোন্ দেশের শীতকালীন জাতীয় খেলা?

১০. নিচের ছবিটি একটি বিশেষ শিল্পকর্মের। বলতে পারবে কী নাম এই শিল্পদ্রব্যের?




উত্তর :

১. বরফের ভয়
২. সূর্য
৩. নাগাল্যান্ড
৪. অরুণাচল প্রদেশ
৫. সেণ্ট নিকোলাস (শিল্পীর কল্পনায়)
৬. রোভানিয়েমি, ফিনল্যান্ড
৭. বেইরা, দ্য কুইন অফ উইন্টার
৮. চুক আর গেক
৯. কানাডা
১০. পশমিনা


No comments:

Post a Comment