ছড়ার ছন্দে : জব্দ : শেলী ভট্টাচার্য (অন্তহীনা)



পান্তভূতের জ্যান্ত ছানা
ভীষণরকম বিচ্ছু,
শাঁকচুন্নি মা যা বলে তা
শুনতে না চায় কিচ্ছু।

গুরুভূতে শেখাতে চায়
দাঁত খিঁচানোর ছড়া,
নেয় না কানে, ডিগবাজি খায়
করতে চায় না পড়া।

একদিন তাই রাগের চোটে
মামদো বাপ যে এসে,
ঘরের মধ্যে সব ছানাকে
বন্ধ করলো ঠেসে।

ছোট্ট ছানা তাও ডরে না,
ফিকফিকিয়ে হাসে,
তারপরে এক আয়না দেখে
আঁতকে ওঠে ত্রাসে।

মামদো ভূতে বলতে থাকে
'”দেখ তোদেরই মত,
এইখানেতে আটকে রেখে
জব্দ করি কত!”

ছানারা সব বলতে থাকে
দাঁড়িয়ে নিচু মাথায়,
“এবার থেকে শুনবো আর
চলবো সবার কথায়।”

মামদো ভাবে মিচকি হেসে
হয়েছে সঠিক জব্দ,
ভূতের ছানার বাঁদরামো সব
বাপ করেছে স্তব্ধ।

অলঙ্করণ : শেলী ভট্টাচার্য

No comments:

Post a Comment