ছড়ার ছন্দে : শীতে মোদের গ্রাম : শক্তি প্রসাদ ঘোষ



সর্ষে ফুলের হলুদ মাঠে
শিশির ভেজা পায়ে,
ছোট্ট খুকি ঘুরে বেড়ায়
আমাদেরই গাঁয়ে।

খেজুর গুড়ে মিষ্টি পিঠে
পৌষপাবণের গান,
গাঁয়ের পাশে তোর্ষানদী
জুড়ায় মোদের প্রাণ।

সীম, টমেটো, মটরশুঁটি
গ্রামের মাঠে ভরা,
নদীর তীরে ধানের ক্ষেত
সবুজ করে ধরা।


অলঙ্করণ : রঞ্জন দাস

No comments:

Post a Comment