গোলোকধাঁধা





ক. ওলটপালট :


নিচের চারটি শব্দের বর্ণগুলো উল্টেপাল্টে গেছে। সেগুলোকে সাজিয়ে নিয়ে অর্থপূর্ণ শব্দ বানাতে পারবে?

১) তা চা রি প আ লা

২) শা ল খী কা বৈ

৩) চ মা লো স না

৪) ন রা ন্দ আ ধা



খ. পারো কি?

১) শুধুমাত্র আটটা ৮ যোগ করে ১০০০ বানাতে হবে।

২) ৯-এর সাথে ৫ যোগ করে ২ কখন পাবে?


গ. গল্পের ভুল ধরো :

একটা গল্প লিখতে শুরু করেছিলাম, তার প্রায় প্রতিটি লাইনই ভুলে ভরা. বন্ধুরা, একটু খুঁজে বের করবে কী কী ভুল আছে গল্পের মধ্যে?


এলোমেলো গল্প

ছাব্বিশে জানুয়ারির সকাল. জলখাবারের থালা খাওয়ার টেবিলে রেখে গুছিয়ে বসলেন অম্লানবাবু. আজ তাঁর ছোট্ট স্টেশনারি দোকানটা বন্ধ রেখেছেন. বাজারে বেশ ভালো হিমসাগর পেয়েছেন আজ, একটু বাদেই কেটে দিতে বলবেন গিন্নিকে. ভেবেই জিভে জল চলে এলো. আহা, সিজনের সেরা ফল, এই গরমকালটুকুই তো পাওয়া যায়, ক'টাদিন মন ভরে খেয়ে নিতে হবে. ছেলে শুভায়ন গেছে স্কুলে, গাঁইগুঁই করতে করতে. তার নাকি ছুটির দিনে স্কুলে যেতে ভাল্লাগে না. খাচ্ছিলেন তৃপ্তি করেই, মাঝে ফোন বেজে উঠলো. এঁটো হাতেই কোনওরকমে ফোন কানে তুললেন অম্লান, বারান্দায় মোড়ায় বসে বাঁহাতে থালা ধরে খাচ্ছেন, যেখানে সেখানে এঁটো থালা নামানো যাবে না, গিন্নির হুকুম. ফোন করেছে অফিস-কলিগ অনুপম. ওঘরে টিভিতে ছেলে তারস্বরে শিনচ্যান চালিয়েছে, ফোনের কথা কিচ্ছু শোনা যাচ্ছে না. তাও যেটুকু শুনতে পেলেন, বুঝলেন অনুপমরা নাকি আজ বিকেলে তাঁদের বাড়িতে বেড়াতে আসবে, সপরিবারে. অম্লান মহা ফাঁপরে পড়লেন. ছেলের স্কুলে পুজোর ছুটি, তাকে নিয়ে গিন্নি গেছেন বাপের বাড়ি. এখন অম্লান অতিথি আপ্যায়ন করেন কীভাবে? সংসারের কিছুই তো জানেন না তিনি. সাতপাঁচ ভাবতে ভাবতে হাঁক পাড়েন তিনি,

"কই গো, দুটো লুচি হবে নাকি?"


(সমাপ্ত)

***********************************


উত্তর :

ক. ওলটপালট :

১) আলাপচারিতা
২ ) কালবৈশাখী
৩) সমালোচনা
৪) আনন্দধারা

খ. পারো কি?

১) ৮৮৮+৮৮+৮+৮+৮=১০০০
২) সকাল নটা (9 a.m.) এর সঙ্গে ৫ ঘণ্টা যোগ করলে দুপুর দুটো (2 p.m.) পাওয়া যাবে


গ. গল্পের ভুল ধরো :

১. ছাব্বিশে জানুয়ারি শীতকাল, সেটা হিমসাগর আমের সিজন নয়. তখন পুজোর ছুটিও হওয়া সম্ভব নয়.
২. অম্লান টেবিলে খাবারের থালা রেখেছিলেন, পরে দেখা যাচ্ছে তিনি মোড়ায় বসে হাতে থালা ধরে খাচ্ছেন.
৩. শুভায়ন স্কুলে গেছে, তাহলে সে কী করে টিভিতে শিনচ্যান চালালো?
৪. অম্লানের স্টেশনারি দোকান, তাঁর অফিস কলিগ থাকা সম্ভব নয়.
৫. প্রথমে বলা হয়েছে অম্লান গিন্নিকে আম কাটতে বলবেন, তারপর বলা হয়েছে গিন্নি বাপের বাড়ি গেছেন, শেষে আবার অম্লান গিন্নিকে ডেকে লুচি দিতে বলছেন.

সাঙ্ঘাতিক সব গোলমেলে ব্যাপারস্যাপার!

No comments:

Post a Comment