ছড়ার ছন্দে : ছুটি ছুটি : বনশ্রী মিত্র





বড়কাকা ছুটি নিয়ে গিয়েছিল কাশিতে

কেশে-কেশে শেষমেষ এল ফিরে বাড়িতে।

মেজকাকা ভালোবাসে ফুটবল দেখিতে

তাই ছুটি নিয়ে গেল বিলেতের মাঠেতে।


বাবা বলে, ছুটি নেই অফিসের কাজেতে

মা তাই রেগে আছে এ ভীষণ চাপেতে।

মামাবাড়ি চলে যাবে দিদি এই ছুটিতে

মামা-মামি কাত হবে ওর হুটোপুটিতে।


ভেবো না তো একা আমি বোর হব ঘরেতে

পাখিদের সাথে খেলা জমবে যে ছাদেতে

উড়ে-উড়ে চলে যাবো মেঘেদের দেশেতে

কেউ খুঁজে পাবে না তো আমাকে এ ছুটিতে।


অলঙ্করণ : রঞ্জন দাস

No comments:

Post a Comment