ছড়ার ছন্দে : ছুটি : টুম্পা মিত্র সরকার




দোল ফাগুনের উদাস হাওয়া খেলছে গাছে গাছে

শিমুল ডালে দোয়েল পাখি শিস দিয়ে বেশ নাচে ৷

এ সব ছবি দেখছে কাকু গাছের নিচে বসে

দেখতে দেখতে কখন যে তার দু'চোখে ঘুম আসে৷



কিশোর বেলার আদুর ছবি স্বপ্নতরী বেয়ে

আরশি খাতায় বুক ফুলিয়ে উঠলো সে গান গেয়ে।

হৃদয় জুড়ে দিচ্ছে হানা একটি রুপো চাঁদ,

দোল ফাগুনের পূর্ণিমাতে ভাঙে আলোর বাঁধ।



জ্যোৎস্না মাখা ফুল-কুঁড়িরা পাপড়ি মেলে মেলে

বলছে হেসে,"রঙটি দেব আমার কাছে এলে ৷"

তক্ষুনি সব কৃষ্ণচূড়া পলাশ বকুলগুলি

দেয় সাজিয়ে আবির রঙে শৈশবের রঙ তুলি ৷



হঠাৎ কাকুর ঘুম ভেঙে যায় পিচকারীর রঙ লেগে

গুটি কয়েক কচিকাঁচা রঙ দিয়ে যায় ভেগে ৷

ব্যস্তকাজের জটিল জীবন এসেছে আজ জুটি

ছেলেবেলার দোলের মজা তাই পেয়েছে ছুটি ।


অলঙ্করণ : রঞ্জন দাস

No comments:

Post a Comment