ছড়ার ছন্দে : ভুল - এপ্রিল ফুল : রবিনকুমার দাস





ইদানীং কাকা খুব যেত সবই ভুলে।
খুব বেশি ভুল হত রাত্তিরে শুলে।
গতকাল কী তারিখ ছিল, কোন বার -
একবার ও মনে তার পড়ত না আর!

সকালে কী খেত কাকা রাতে ভুলে যেত -
রাতে খেয়ে সন্দেশ বলত সে তেতো!
পর দিন বেমালুম বলে দিত, না না!
কাল রাতে কেউ তাকে দেয়নিকো খানা!

শ্রাদ্ধ বাড়িতে গিয়ে সে কী গোলমাল!
ঘটনাটা ঘটেছিল ঠিক গত কাল -
গিয়ে বলে, "ফুল মালা দেব আমি যাকে
সব্বাই তাড়াতাড়ি ডেকে আনো তাকে"!

বাড়ি জুড়ে হৈ চৈ পড়ে গেল রব,
এমন কান্ড দেখে চুপ হ'ল সব।
অবশেষে বুঝে কাকা কেঁদে হ'ল সারা -
ভুল শুধরিয়ে বলে, "সে যে গেছে মারা।"

সেই থেকে কাকা আর করে নাকো ভুল-
হেসে বলে, "ওরে ব্যাটা, এপ্রিল ফুল!"

অলঙ্করণ : স্বর্ণদ্বীপ চৌধুরী

No comments:

Post a Comment