ছড়ার ছন্দে : একটা ছুটি : স্বপনকুমার বিজলী




অনেক চাওয়ার পরে যখন একটা ছুটি জোটে 

মনটা কেমন হঠাৎ করে খুশিতে নেচে ওঠে , 

ছুটি পেলে করব কী কী করতে থাকি লিস্টি 

খেলা - ঘোরা আর বেড়ানো , হতে পারে ফিস্টি ।


ছুটি মানে নয় অবসর, অন্য রকম সাজে -----

ভীষণ রকম ব্যস্ত থাকি হরেক রকম কাজে , 

হাসি খুশি খুঁজে বেড়াই নতুন পথে হেঁটে 

আনন্দ ও চমক থাকে , ছুটিও যায় কেটে ।


ছুটি শেষে রুটিন মেনে ঘড়ির সাথে হাঁটা 

জীবন-নদীর বাঁকে বাঁকে শুধুই মেলে ভাটা , 

ছুটি যেন একটু বাতাস সবুজ মরূদ্যানে 

একঘেয়েমির এই জীবনে স্বস্তি ডেকে আনে ।



অলঙ্করণ : সুস্মিতা কুণ্ডু

No comments:

Post a Comment