ছড়ার ছন্দে: শারদীয়া : মানস চক্রবর্তী




এসে গেছে উৎসব
ঢাক-ঢোল বাজছে,
মেঘেদের ভেলা তাই
আকাশেতে সাজছে।

দিকে দিকে হৈ-চৈ,
ইস্কুল বন্ধ,
চারি দিকে ধুমধাম,
বড় মহানন্দ।

কাশফুল দোল খায়,
শিউলিরা হাসছে,
ঢলঢলে দীঘিজলে
শালুকেরা ভাসছে।

একঘেয়ে কাজ ফেলে
মনপাখি গান গায়,
বারে বারে শারদীয়া
ফিরে পেতে মন চায়।

অলঙ্করণ : দেবলীনা দাস

No comments:

Post a Comment