ছড়ার ছন্দে :মজার ছুটি : বদ্রীনাথ পাল




মামার বাড়ি ভীষণ মজা, শাসন তেমন নাই -
ছুটি পেলেই তাই তো আমি সেথায় ছুটে যাই।
নাই সেখানে বাবার ধমক, ইস্কুলেরই বই,
কেবল আছে খুশি মজার মিষ্টি সে হৈ চৈ।

সেথায় আছে তোলপাড়িয়ে নদীর জলে চান,
হরির লুটের ভোগ বাতাসা, বাউল দাদার গান।
বোশেখ ঝড়ে আম কুড়োনো, দত্ত বাড়ির পার -
মাঠ দাপিয়ে ছুটোছুটি আর কাটা সাঁতার।

আরো আছে আচার চুরি, দাদুর সে প্রশ্রয়,
সবখানেতেই দাদাগিরি, নেইকো কোথাও ভয়।
সন্ধে হলেই ক্লান্ত পায়ে দিদুর কোলে ঠাঁই,
তাই তো আমি খুঁজে বেড়াই মজার ছুটিটাই।

অলঙ্করণ- আবির

No comments:

Post a Comment