ছড়ার ছন্দে : ছুটি -ছুটি : স্বপ্না আচার্যী




ছুটি মানে একটু পড়া,

অনেকখানি খেলা ।

ছুটি মানে ঘোরাঘুরি,

ছুটি মানে মেলা ।।


ছুটিতেই তো অন্য পড়া

হাঁদা-ভোঁদা টিনটিন ।

ছোটা ভীমকে ছুটি দিয়ে,

শুরু অন্য পড়ার দিন ।।


স্বপ্ন দেখো আকাশে ওড়ার

মাটিতে পা রেখে ।

ছুটি কাটাও মাটির মাঝে,

‘ডিসকভারি’ দেখে ।।


খেলতে পারো অঙ্ক নিয়ে,

ক্রিকেট কিংবা ফুটবল ।

মিথ্যে কথা কখনও নয়,

কোরো না কোনো ছল ।।


জ্ঞানের লিপ্সা অন্তরে থাক,

ছাড়ো অলীক ফানুস ।

আগামীতেই হতে হবে,

সত্যিকারের মানুষ ।। 


অলঙ্করণ : রঞ্জন দাস


No comments:

Post a Comment