ছড়ার ছন্দে : ছুটি : শক্তি প্রসাদ ঘোষ




পড়া ছেড়ে উঠতেই
টেনে ধরে কান,
বাবা বলে, "কোথা যাস?
অঙ্কটা আন।"

মা বলে, "দুধ খাও,
বাংলাটা খোলো,"
দাদা বলে, "রচনাটা
পড়া শেষ হলো?"

ভূগোলটা খুলে নিয়ে
দিদি আছে বসে,
ম্যাপটাতে ভুল হলে
জোরে জোরে হাসে।

বুবাইয়ের মন ভাবে
‘ছুটি কবে পাই,
বল নিয়ে খোলা মাঠে
ছুটে চলে যাই।’

অলঙ্করণ : সুস্মিতা কুণ্ডু

No comments:

Post a Comment