বকখালিতে বক মোটে নেই, হাসখালিতে হাঁস,
বাঁশদ্রোণীতে যায় কি দেখা বলো শুধুই বাঁশ!
হাতিবাগান মানুষ ভরা, নেই কোথা কুঞ্জর-
আরামবাগে বাগান কোথায়, শুধুই বাড়িঘর।
শেয়ালদহে নেই তো শেয়াল,যতই করো খোঁজ,
'হরি মটর' নামেই খাওয়া, নয় তো ভুরিভোজ।
উল্টোডাঙ্গায় উল্টো কিছু দেখেছো কি ভাই?
পেয়ারাবাগান দ্যাখো গিয়ে পেয়ারা বাগান নাই।
একটিও নেই রাজা, তবু রাজাবাজার নাম,
শ্যামবাজারে যতই খোঁজো-পাবে কি আর 'শ্যাম'?
বাগেরহাটে বাঘের দেখা! স্বপ্ন দেখার আশ,
নামের গেরোয় আটকে এরা করছে যে হাঁসফাঁস।
ছবি : আন্তর্জাল থেকে সংগৃহীত
No comments:
Post a Comment