ছড়ার ছন্দে : পড়তে বোসো : সবিতা বিশ্বাস



মায়ের কাছে গণশা কেতু
খুব বকুনি খেলো, 
তাই না দেখে লক্ষ্মী প্যাঁচা
মুখ লুকিয়ে এলো। 

সিংহ মামা টানলো হামা
খাটের তলে ঢুকে, 
ডানা গুটিয়ে রাজহাঁসটা
চললো হেঁটে বুকে।

"পড়তে বোসো এখুনি সব
ক‍রতে বোসো অংক"!
শুনেই প্রাণ কম্প দিল
বেজে উঠল ডংক। 

"পুজো আসতে অনেক দেরি
সারো হোম টাস্ক, 
বুঝতে পারো সরোর কাছে
করতে পারো আস্ক।"

এসব শুনে সিংহবাবু
তুললো হাই "ঘ্রেয়"!
কাজ কী বলো অঙ্ক ক'ষে? 
ঘুমিয়ে নেওয়া শ্রেয়! 

অলঙ্করণ : রঞ্জন দাস

No comments:

Post a Comment