ছড়ার ছন্দে : রবির বিশ্রাম : শ্রীমন্ত দে



অস্তমিত রবির আলোয়
ক্লান্তি ঝরে ধরার বুকে, 
এবার রবি অস্ত যাবে
করবে আরাম মিষ্টি সুখে।
দিনের বেলা একটা ক্ষণও
পায়নি ছাড়া আপন কাজে, 
তার দেহের ওই রোদের ছোঁয়ায়
জগৎ সাজে নতুন সাজে। 
খাবার ভরা গ্রাসের থালা
প্রাণীর মুখে নিত্য তোলে,
জঠর জ্বালা জুড়িয়ে সবাই 
বাঁচতে পারে ধরার কোলে। 
একটু বিরাম পাক না এবার
দিবস কালের কাজের পরে,
রাতটা সুখে কাটাক না সে
স্বস্তি নিয়ে নিজের ঘরে।


অলঙ্করণ : স্বর্ণদ্বীপ চৌধুরী

No comments:

Post a Comment